মো: হুমায়ূন কবীর, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া এলাকার পানি সেচ দেয়ার ইলেক্ট্রিক মোটরের খুঁটির নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বাছেদ সরকারের পানির মোটরের কাছে বৈদ্যুতিক খুঁটির পাশে এলাকাবাসী লাশটি দেখতে পায়। রাতে কোনো এক সময় ওই ব্যক্তি কোমরে দড়ি বেঁধে খুটিতে লোহার রড দিয়ে উপরে উঠে ট্রান্সফরমার চুরির সময় তার মৃত্যু হয়।
পল্লী বিদুৎ সমিতির সাটুরিয়া সাব জোনাল অফিসের ডিজিএম মো: ওয়ালিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত ব্যক্তি আমাদের পল্লী বিদুৎ সমিতির কেউ না।’ তিনি কোনো চোর সিন্ডিকেটের সদস্য হতে পারে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রায় ১০ থেকে ১২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।