জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের বন্দর থানাকে বিভক্ত করে সংসদীয় দুটি আসনের সাথে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বন্দর উপজেলা কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নূরউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম রিপন, ছাত্রনেতা আবির হোসেন, বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, মেসবাউদ্দিন, মো: সেলিম মিয়া, শাহাদুল্লাহ মুকুল, যুবদল নেতা আমির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বধীনতার পর থেকে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এবার যে প্রস্তাব করা হয়েছে তা অখণ্ডতা নষ্ট করবে। এ প্রস্তাব জনস্বার্থ পরিপন্থী। আসন পুনর্বিন্যাসের এ প্রস্তাব কোনোভাবে মেনে নেয়া হবে না।
উল্লেখ্য, সংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এই প্রস্তাবের ফলে বন্দর এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় যুক্ত হতে যাচ্ছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত আপত্তিপত্র দাখিল করা হয়।