আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে মির্জাপুর প্রেস ক্লাবে শোকসভা

আলমগীর মহিউদ্দিন ছিলেন সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয়। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে এক শোকসভার আয়োজন করে প্রেস ক্লাব মির্জাপুর।

রোববার (২৪ আগস্ট) বাদ মাগরিব প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকালের প্রতিনিধি শামসুল ইসলাম সহিদ, জনকণ্ঠের প্রতিনিধি নিরঞ্জন পাল, আজকের পত্রিকার প্রতিনিধি মো: জাহাঙ্গীর হোসেন, কালের কণ্ঠের প্রতিনিধি এস এম এরশাদ আলম।

আরো উপস্থিত ছিলেন- আমারদেশ প্রতিনিধি সানোয়ার হোসেন, মানবজমিন প্রতিনিধি যোবায়ের হোসেন, শিলা আক্তার প্রমুখ।

শোক সভার আলোচনায় বক্তারা বলেন, আলমগীর মহিউদ্দিন ছিলেন সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয়। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।