সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

ধান বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Nilphamari
মোটরসাইকেল আরোহী নারী নিহত।
মোটরসাইকেল আরোহী নারী নিহত। |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে ধান বোঝাই ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে আনোয়ারা খাতুন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের মেসার্স খাদিজা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা খাতুন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার সিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুটির পর কর্মস্থল থেকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উল্লেখিত এলাকায় ধান বোঝাই ওই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। পরে ট্রলিটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী সিরাজ ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।