ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ জব্দ, আটক ৪

শুক্রবার সকাল ১০টার দিকে নিজাম শিপিং লাইন্সের ‘অ্যাডভেঞ্চার-৯’ ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

নয়া দিগন্ত অনলাইন
আটক চার কেবিন বয়
আটক চার কেবিন বয় |সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জড়িত যাত্রীবাহী লঞ্চকে ‘অ্যাডভেঞ্চার-৯’ ঝালকাঠি লঞ্চ টার্মিনাল থেকে জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় লঞ্চটির চার কেবিন বয়কে আটক করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিজাম শিপিং লাইন্সের ‘অ্যাডভেঞ্চার-৯’ ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা যায়, এর আগে গতকাল দিবাগত রাতে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩-এর সাথে ‘অ্যাডভেঞ্চার-৯’-এর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও কয়েকজন আহত হন বলে নৌ-পুলিশ নিশ্চিত করেছে।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর এর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যায়। তবে চারজন কেবিন বয়কে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

আট চারজন লঞ্চ স্টাফ হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কয়য়ারচর এলাকার আব্দুল কুদ্দুস মাঝির ছেলে মো: মিন্টু (২৮), পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাহের গজালিয়া এলাকার খলিলুর রহমান গাজীর ছেলে মো: সোহেল (৪০), ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকার ছামসুল হক হাওলাদারের ছেলে মহিন হাওলাদার (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রুপসী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো: মনিরুজ্জামান (৪০)।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমি ঝালকাঠিতে এসে লঞ্চটি আটক করার নির্দেশ দেই। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’- বাসস