ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা দেলোয়ার হোসাইন

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
বক্তব্য রাখছেন মাওলানা দেলোয়ার হোসাইন
বক্তব্য রাখছেন মাওলানা দেলোয়ার হোসাইন |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মো: দেলোয়ার হোসাইন বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। যেখানে আর কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

শুক্রবার (২৯ আগস্ট) ধামরাই যাত্রাবাড়ী মাঠে ঢাকা ২০ ধামরাই সংসদীয় আসন কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা একসাথে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। ৫৪ বছরে মানুষ পুরোপুরি ন্যায্য অধিকার পায়নি। তাই পিআরের মাধ্যমে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। তখন দিনের ভোট রাতে হবে না।

তিনি বলেন, সরকারকে ৭ দফা দাবি দিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই সনদে হাসিনার খুনের বিচার ও গণহত্যার বিচার করতে হবে। অন্য ধর্মের স্বাধীনতা দেয়া হবে। আগামী বাংলাদেশে কোরআন ও ইসলামী শাসন চায় মানুষ।

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।