এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় শিক্ষকের ওপর পরীক্ষার্থীদের হামলার চেষ্টা।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা করে পরীক্ষার্থীরা। এ সময় তারা ওই শিক্ষককে ধাওয়া দেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী শিক্ষক।

সোমবার (২১ এপ্রিল) উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গণিত বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা চলার সময় পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে পরীক্ষা দিচ্ছিল। এ সময় দ্বায়িত্বে থাকা শিক্ষক শামছুল ইসলাম এগুলো থেকে বিরত থাকতে বলেন। পরে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষককে ধাওয়া করে। এ সময় মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই শিক্ষক।

পরে ভুক্তভোগী ওই শিক্ষক বিষয়টি কেন্দ্র সচিব ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারকে জানান।

এ বিষয়ে চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও কেন্দ্র সচিব মো: সেলিম জানান, ‘বিষয়টি অত্যান্ত ন্যাক্কারজনক। পরীক্ষা শেষে পর্যবেক্ষক বিষয়টি জানিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ জানান, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে শিক্ষকদের সাথে কথা বলে জড়িতদের শনাক্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’