বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান নির্বাচনী সফরে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালী আসবেন।
সোমবার রাতে নোয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার।
তিনি জানান, জামায়াতের আমির ডা: শফিকুর রহমান শুক্রবার (৩০ জানুয়ারি) হেলিকপ্টার-যোগে আসবেন। প্রথমে সকাল ১০টায় তিনি ফেনী জনসভায় বক্তব্য রাখবেন। বেলা ১১টায় তিনি নোয়াখালী জিলা স্কুল ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। পরে তিনি লক্ষ্মীপুর ও কুমিল্লার লাকসামে জনসভায় বক্তব্য রাখবেন।
ইসহাক খন্দকার আরো বলেন, তার (জামায়াত আমির) তার সফরসঙ্গী থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
জেলা প্রচার সম্পাদক ডা: বোরহান উদ্দিনের উপস্থাপনায় প্রেস ব্রিফিয়ে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর আমির মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান।



