কক্সবাজারের পেকুয়ায় একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোছেন (৩৬) উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকার শফি আলমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা মেকানিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা পুরনো একটি একতলা ভবন ভাঙার কাজ করছিলেন আমজাদ হোসেনসহ আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ ভবনের একাংশ ধসে পড়লে আমজাদ হোসেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজাখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রহমান।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান জানান, এমন ঘটনার খবর এখনো পাইনি। খবর পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



