গৌরনদীতে ৭ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বোরো বীজ বিতরণ

গৌরনদী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের যৌথ উদ্যোগে রোববার (৩০ নভেম্বর) উপজেলার সাত হাজার কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল বোরো বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদীতে ৭ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বোরো বীজ বিতরণ
গৌরনদীতে ৭ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বোরো বীজ বিতরণ |নয়া দিগন্ত

গৌরনদী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের যৌথ উদ্যোগে উপজেলার সাত হাজার কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল বোরো বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহিম।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির; উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেরিন রহমান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তা।

উদ্বোধনী আলোচনা শেষে কৃষকদের মাঝে সরকারিভাবে প্রাপ্ত সার ও বীজ বিতরণ করা হয়।