মাদারীপুরের কৃতি সন্তান সানজিদা আহমেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে তিনি এ পদে জয়লাভ করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়।
মাদারীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী বর্তমানে ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জুলাই বিপ্লবে তিনি সম্মুখ সারির একজন সাহসী যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। সেই অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিপুল ভোটে তাকে বিজয়ী করেছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা ও তন্বীর প্রতি আস্থা প্রকাশের প্রতিফলন ঘটেছে ভোটের মাধ্যমে।
নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডাকসু নির্বাচনে আমি যদি ছাত্র-ছাত্রীদের বিপুল ভোটে বিজয়ী হই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং মেয়েদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।
সানজিদা আহমেদ তন্বী মাদারীপুর জেলার খাসেরহাট এলাকার কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বিজয়ের পর স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও শুভকামনার বন্যা বইছে এবং মাদারীপুরের সর্বস্তরের মানুষ তার বিজয়ে খুশি হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দীর্ঘ ছয় বছর পর ডাকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।