ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালির নিচ থেকে এক যুবকের (২৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মোস্তফাপুর এলাকায় একটি বালির স্তূপের পাশে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হলে ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা। পরে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালির স্তূপ থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরনে পিংক কালার শার্ট, জিন্স প্যান্ট ও কেডস জুতা রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর লাশ গুমের উদ্দেশে বালুতে পুঁতে রাখে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডির একটি টিম কাজ করছে।