সারাদেশে জামায়াতসহ ৮ দলীয় জোটের পক্ষে ঢেউ উঠেছে : আবদুল হালিম

শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে কেন্দ্র নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
বক্তব্য রাখেন মাওলানা আবদুল হালিম
বক্তব্য রাখেন মাওলানা আবদুল হালিম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘দেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারা সংস্কার ও বৈষম্যবিরোধী বাংলাদেশ চায়। আপনারা জানেন, ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তি এক হয়েছে। সবাই মিলে চাঁদাবাজ ও আধিপত্যবাদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারাদেশে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের পক্ষে ঢেউ উঠেছে। মানুষ চায় সৎ লোকের শাসন। ইসলামী দলের নেতৃত্বই সৎভাবে দেশ পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।’

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিম বলেন, ‘ইতোমধ্যে জামায়াত খুলনায় সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে। আমাদের বিরুদ্ধে সারা বিশ্বে আওয়ামী লীগের সন্ত্রাসবাদের অপপ্রচার হয়েছে। বিশ্ববাসী জেনে গেছে যে জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াত ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি হবে। কোনো স্বজনপ্রীতি নয় এবং ঘুষ দিয়ে আর কাউকে চাকরি নিতে হবে না।’

বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে আবদুল হালিম আরো বলেন, ‘প্রতিদিনই সারাদেশে জামায়াতের ভোট বাড়ছে। এজন্য অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। এক কথায় শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় মা-বোনসহ ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। একইসাথে চৌদ্দগ্রামের মানুষ ডা: তাহেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি শাহাব উদ্দিন ও সেক্রেটারি বেলাল হোসাইন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ম্যানেজার ফজলুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসাইন শামীমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরে আলম মিয়াজী, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির মো: আবদুল কাদের, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমদ, শুভপুর ইউনিয়ন আমির মাওলানা মফিজুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাফেজ বদিউল আলম, নবান্ন মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বাহাদুর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম, আবুল কাশেম, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য মাস্টার ইউনুছ জামান, মাহমুদুর রহমান স্বপন, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ছাত্রশিবিরের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন ও জামায়াত নেতা হাফেজ মর্তুজা মজুমদার প্রমুখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।