মোরেলগঞ্জে মুখে স্কচটেপ পেঁচানো যুবকের লাশ উদ্ধার

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
মোরেলগঞ্জে মুখে স্কচটেপ পেঁচানো যুবকের লাশ উদ্ধার
মোরেলগঞ্জে মুখে স্কচটেপ পেঁচানো যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

বাগেরহাটের মোড়েলগঞ্জে মাছের ঘের থেকে মুখমণ্ডলে স্কচটেপ পেঁচানো হাসান শেখ (২০) নামে এক ভ্যানশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের কাছের এ ঘটনা ঘটে।

হাসান শেখ পাশের মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের হাসেম শেখের ছেলে।

জানা গেছে, তেতুলবাড়িয়া বাজারের কাছের একটি মাছের ঘেরে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। তাকে পরিকল্পতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: রাকিব আল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।