খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) উদ্যোগে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের গরুকাটা এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাটি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
বিজিবি সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। একই সাথে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে দরিদ্র পাহাড়ি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে রামগড় বিজিবি জোনের উপ-অধিনায়ক ও মেডিক্যাল অফিসার উপস্থিত ছিলেন। তারা স্থানীয় মানুষের স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।



