গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। একপর্যায়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ওই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার আদুরীর মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সব অভিভাবককে সচেতন থাকা দরকার।