ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতি শক্তিশালী হবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়নের পক্ষের দল বিএনপি।
শনিবার (২৪ জানুয়ারি) বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড ও এলাকায় ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই দেশে ধর্ম নিয়ে আর ব্যাবসা করতে দেয়া হবেনা। যারা জান্নাতের কথা বলছে তারা মানুষকে ধোকা দিচ্ছে। এদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে দেশে আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরবে না।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সমর্থকরা তার সঙ্গে ছিলেন।



