সাভারে পার্ক করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (নভেম্বর) রাত ১১টার দিকে বিরুলিয়া ব্রিজ থেকে দক্ষিণ পাশে বেড়িবাঁধের নীচে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ব্রিজ থেকে দক্ষিণ পাশে বেড়িবাঁধের নীচে আলিফ পরিবহনের বাসটি পার্ক করে বাসটির মালিক আমজাদ হোসেন রাতের খাবার খেতে গেলে দুবৃর্ত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পাশেই একটি কন্সট্রাকশনের লোকজন দেখতে পেয়ে পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়।
বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল ওহাব নয়া দিগন্তকে জানান, বাসটির মালিক আমজাদ হোসেন কিস্তিতে ক্রয় করে নিজেই বাসটি চালাতেন।



