২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কুষ্টিয়া শাখা।
আজ সোমবার দুপুরে ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যাংকের গ্রাহকরা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে ইসলামী ব্যাংকে একটি মহা বিপর্যয়ের মুখোমুখি করেছে। এছাড়া অবৈধভাবে এই ব্যাংকে অদক্ষ কয়েক হাজার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে ব্যাংকের নিয়োগ শর্ত ভঙ্গ করেছে। এস আলমের দোসরদের অবলিম্বে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত করে দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
সচেতন গ্রাহকেরা বলেন, আওয়ামীদোসরদের অন্যতম হোতা এই এস আলম তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। অবিলম্বে ব্যাংকের টাকা লুটপটাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি ব্যাংকের টাকা ফিরিয়ে আনার জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম চৌধুরী, টোকনুজ্জামান, হাবিবুর রহমান, ইউনুস মিয়া, খলিলুর রহমান প্রমুখ।
এদিকে একই সময় ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা কার্যালয়ের অপর প্রান্তে লাভলী টাওয়ারের সম্মুখে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবলিম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ‘বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদ’র উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ‘বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদ কুষ্টিয়ার সভাপতি সেলিম রেজা। বক্তব্য রাখেন শরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে চাকরি প্রত্যাশীরা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রমে বিশেষ ভুমিকা রেখে আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই ব্যাংকে একটি পরিবারের নিকট ইজারা দিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।
এই ব্যাংকের কার্যক্রমকে ভঙ্গুর করতে মেধাশূন্য আওয়ামী লীগ দলীয় লোকজনকে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছিল নিয়মবহির্ভূতভাবে। পক্ষান্তরে হাজার হাজার মেধাবী নিয়োগ প্রত্যাশীদের চাকরি থেকে বঞ্চিত হতে হয়।
বক্তারা, অবিলম্বে এস আলমের দোসরদের ইসলামী ব্যাংক থেকে বহিষ্কার করে মেধাবীদের চাকরির সুযোগ করে দেয়ার জোর দাবি জানান।