নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুর থেকে সিফাত (৮) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ মে) সকালে শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের রুহুল আমিনের পুকুর থেকে তারলিাশ উদ্ধার করা হয়।
সিফাত শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
একই উপজেলার আইযুবপুর ইউনিয়নের ঘোড়ারগাও গ্রামে ফুফা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজের এক দিন পর তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, বৃহস্পতিবার (১ মে) সিফাত ফুফার বাড়ি ঘোড়ারগাঁও বেড়াতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে ঘোড়ারগাঁও গ্রামের রুহুল আমিনের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরিবারের ধারণা, পুকুরে নেমে পানিতে ডুবে সিফাতের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, স্বজনদের পক্ষ থেকে হত্যার কোনো অভিযোগ করা হয়নি।
পুলিশ বলছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।