ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলার বাসিন্দা, ময়মনসিংহে বসবাসরত ৩৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা
ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা |নয়া দিগন্ত

ময়মনসিংহে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে জামালপুর জেলা সমিতি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলার বাসিন্দা, ময়মনসিংহে বসবাসরত ৩৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অব.) ও জামালপুর জেলা সমিতির সভাপতি মো: শফিক উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

সংগঠনের ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রো-ভিসি ডা. মো: জাকিউল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মিস মোহসিনা খাতুন।

এছাড়া অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক এবং জামালপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুল করিম ফারুকী, উপদেষ্টা খন্দকার সুলতান আহম্মদ, ডা. মো: হেফজুল বারী, মো: শহীদুদ দৌলা পাহলোয়ান ছানা, সহ-সভাপতি মো: আহসান উল্লাহ তরফদার দুলাল, শিক্ষার্থী মেহজাবিন ও মশিউর রহমান, অভিভাবক মো: আব্দুল্লাহ আল বাকী ও হারুন অর রশিদ।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।