লোহাগাড়া উপজেলা জামায়াতের নতুন সেক্রেটারি অধ্যক্ষ নোমান

অধ্যাপক মাওলানা আবুল কালামের ইন্তেকালে শূন্য হওয়া পদে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানকে লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
অধ্যক্ষ নোমান
অধ্যক্ষ নোমান |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে অধ্যাপক মাওলানা আবুল কালামের ইন্তেকালে শূন্য হওয়া পদে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানকে লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত উপজেলার ষান্মাসিক শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

এতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু তাহেরকে দ্বিতীয় নায়েবে আমির করা হয়। এছাড়া

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নতুন দায়িত্বে এসেছেন যথাক্রমে মাওলানা সলিমুল্লাহ ও অধ্যাপক জালাল আহমদ।

সাংগঠনিক সেক্রেটারির দায়িত্বে এসেছেন মাওলানা জসিম উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ হাসান।

নতুন কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন।

প্রধান অতিথি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘সম্মানিত শূরা সদস্য আপনাদের ওপর অত্যন্ত গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আপনাদের সুচিন্তিত মতামত ও কর্মতৎপরতা উপজেলা সংগঠনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আশা করছি, আজকে যাদের ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে তারা সংগঠনের কাজকে বেগবান করার জন্য নিজের যোগ্যতা দিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমি বিশ্বাস করি, আপনাদের সমন্বিত প্রচেষ্টায় এ উপজেলা দেশের অন্যান্য উপজেলার জন্য একটি মডেল সাংগঠনিক উপজেলা হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ।’