কিশোরগঞ্জে টর্নেডোর আঘাতে ৫ শ’ ঘড়বাড়ী বিধ্বস্ত, আহত ৩০

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে পাঁচ শ’র বেশি ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর চাপা ও গাছের ডাল পড়ে ৩০জন আহত হয়েছেন।

Location :

Nilphamari
কিশোরগঞ্জে টর্নেডোর আঘাতে ৫ শ’ ঘড়বাড়ী বিধ্বস্ত, আহত ৩০
কিশোরগঞ্জে টর্নেডোর আঘাতে ৫ শ’ ঘড়বাড়ী বিধ্বস্ত, আহত ৩০ |নয়া দিগন্ত

নীলফামারী প্রতিনিধি ও কিশোরগঞ্জ সংবাদদাতা

আকস্মিক টর্নেডোর আঘাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ১১টি গ্রামের অন্তত পাঁচ শ’র বেশি ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা। এসময় ঘর চাপা ও গাছের ডাল পড়ে আহত হয়েছেন অন্তত ৩০জন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভারী বৃষ্টিপাতের সাথে টর্নেডো আঘাত হানে ইউনয়নে।

২ থেকে ৩ মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে মাঝাপাড়া, বানিয়াপাড়া, হাজীপাড়া, উত্তরপাড়া, পোদ্দারপাড়া, জিকরুল মেম্বারের পাড়া, বাবুপাড়া, চেয়ারম্যানের পাড়া, বৈরাগীপাড়া, মুন্সিপাড়া, কালিরথান গ্রামের পাঁচ শ’র বেশি কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ী বিধ্বস্ত হয়। কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়ে। অসংখ্য গাছ উপড়ে কিশোরগঞ্জ সড়কে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায় ।

স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সড়ক থেকে গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ সময় গাছ ও ঘর চাপা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ডিসিরমোড় মুন্সিপাড়ার তাইফুল (৩০), তাসিন (২৫), রয়েল (৩০), গুলছান (৪০) ও আতিককে (২২) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাকা ঘরের দেয়াল চাপা পড়ে ৪টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহিদ জানান, মুন্সিপাড়ার আব্দুল বাকীর ১টি, চেয়ারম্যান পাড়ায় ওয়াল ভেঙ্গে ফরহাদের ৩টি গরু মারা গেছে।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী জানান, টর্নেডোর আঘাতে তার ইউনিয়নের ১১টি গ্রাম তছনছ হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধানের। এছাড়া বিদ্যুৎ তার ছিঁড়ে যাওয়ায় ১১টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘টর্নেডোর আঘাতে সড়কে পড়ে থাকা গাছপালা অপসারণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিশোরগঞ্জ থানার এসআই মো: মহসিন বলেন, ‘রাস্তার উপর গাছপালা পড়ে থাকার কারণে আমরা গাড়াগ্রাম ডিসির মোড় পার হয়ে ভীতরে ঢুকতে পারিনি।’

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।’