বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল বিজয় নিশ্চিত করবে—এটা বুঝে ফেলেই দেশী ও বিদেশী ষড়যন্ত্রকারীরা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় কোনোভাবেই যেন নির্বাচন অনুষ্ঠিত না হয়।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আযম খান বলেন, ‘একদল বলছে নভেম্বরে গণভোট চাই। কিন্তু সংসদ নির্বাচন ছাড়া তো গণভোটের কোনো প্রশ্নই আসে না। আগে সংসদ নির্বাচন হবে তারপর সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে। এখন কোন ভোট চাইছেন, উদ্দেশ্য কী? আপনাদের উদ্দেশ্য ভালো নয়, এটা তো স্পষ্ট। স্পষ্ট করে বলতে চাই, ষড়যন্ত্রকে নস্যাৎ করে জনগণের ভোট অনুষ্ঠিত হবে। একদল বলছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচন হতে দেবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে তো সংসদ লাগবে। নির্বাচন ছাড়া সংসদ হবে কী করে?
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংসদ প্রয়োজন। আর সংসদ গঠনের জন্য নির্বাচন অপরিহার্য। তাই ষড়যন্ত্র যতই হোক, জনগণের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবেই।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমুখ।



