আগামী নির্বাচনে সৎ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান শিবির সভাপতি

‎‎অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম |ছবি : নয়া দিগন্ত

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার আহ্বান জানাই।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ভোলার চরফ্যাশনের ব্রজ গোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখার আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‎‘দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ, সফল হবে আন্দোলন’ এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপ-শাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎সমাবেশে জাহিদুল ইসলাম বলেন, ‘সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ যাচ্ছে। আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, ‘ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম ও আল্লাহর সাহায্য প্রার্থনা করে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুতে আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ হয়েছে। ধৈর্য আর সাহসিকতার সহিত দ্বীনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন।’

উপ-শাখার যে চারটি নিয়মিত কাজ রয়েছে তা সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। ‎‎তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরো জোরদার করার আহ্বান জানান শিবির সভাপতি।‎

ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশে ‎বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতের উপজেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি আলমগীর মো: সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব, সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া চরফ্যাশনের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। সমাবেশে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

‎‎অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।