বরিশালের উজিরপুরে রাতের অন্ধকারে দুই ট্রাকের সংঘর্ষে মো: সবুজ হাওলাদার (২৫) ও মো: সোহেল (২০) নামে দুইজন যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ জুন) দিবাগত রাত্র ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: দুলাল হাওলাদারের ছেলে মো: সবুজ হাওলাদার। অন্যজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে মো: সোহেল।
সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলসবোঝাই ট্রাক সোনার বাংলা বাজার এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল নিহত হন। এ দুর্ঘটনায় পথচারী মো: সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শরীফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আটকে পড়া হেলপারের লাশ উদ্ধার করেন।