বোয়ালমারীতে তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের ওলামা সম্মেলন ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান

অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষা বিস্তারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

Location :

Boalmari
বোয়ালমারীতে তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের ওলামা সম্মেলন ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
বোয়ালমারীতে তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের ওলামা সম্মেলন ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে |ছবি : নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় পৌরসভা মডেল মসজিদ কমপ্লেক্সের নিচতলায় আয়োজিত এ অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।

বক্তব্যে মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন বলেন, পবিত্র কোরআন আমাদের জীবনের দিশারী। কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গড়ে তুলতে হবে। ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করা। তাই শিক্ষার্থীদের হাতে আজ যে সনদ তুলে দেয়া হলো, সেটি যেন তাদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের প্রেরণা জোগায়।

এ সময় প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা বলেন, আমাদের সমাজ আজ নানা সঙ্কটে নিমজ্জিত। এই সঙ্কট কাটিয়ে উঠতে কোরআনভিত্তিক শিক্ষা ও ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যদি কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে একটি সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ইসলামী শিক্ষা ও আলেম সমাজের ঐক্যই পারে জাতিকে প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিতে।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষা বিস্তারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন তা’লিমুল কোরআন ফাউন্ডেশন ফরিদপুর জেলার সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বোয়ালমারী পৌর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়া, পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ স্থানীয় ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।