সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার দাবিতে গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
প্রতিবাদ সমাবেশে গৌরনদীর গণমাধ্যম কর্মীরা
প্রতিবাদ সমাবেশে গৌরনদীর গণমাধ্যম কর্মীরা |নয়া দিগন্ত

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচার দাবি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।

এ সময় বক্তব্য রাখেন বিএমএসএফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দফতর সম্পাদক কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজহার রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গাজীপুরে তুহিন হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। ঘটনার মাত্র একদিন আগে একই এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় পুলিশের সামনেই সাংবাদিক আনোয়ার হোসেনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

তারা অবিলম্বে উভয় ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারপূর্বক বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান। একইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত এবং দীর্ঘদিনের দাবি অনুযায়ী সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর আহ্বান জানান।

একইসাথে গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারকে জুলাই যোদ্ধাদের ন্যায় রাষ্ট্রীয়ভাবে পূর্ণবাসনের দাবি করেন।