বান্দরবান শহরের ঐতিহ্যবাহী মারমা বাজারের অবৈধ টোল আদায় বন্ধ করে দিয়েছে জেলা পরিষদ।
আজ বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বাজার পরিদর্শনের পর ব্যবসায়ী ক্রেতাদের সাথে কথা বলে টোল আদায় বন্ধের ঘোষণা দেন।
এর আগে, মঙ্গলবার স্থানীয় নেতৃবৃন্দ বাজারটি থেকে অবৈধ টোল আদায় বন্ধ করতে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে বাজার ফান্ডের নামে শহরের মধ্যমপাড়া ও উজানী পাড়ার ঐতিহ্যবাহী মারমা বাজারে বিক্রি করতে আসা হতদরিদ্র পাহাড়ি ব্যবসায়ীসহ সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে সাপ্তাহিক দু’টি বাজার বারে অবৈধভাবে টোল আদায় করে আসছিল একটি পক্ষ। এতে করে দুর্ভোগের মধ্যে পড়ে ব্যবসায়ী ও ক্রেতারা। অভিযোগ পাওয়ার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাজারটি সরেজমিন পরিদর্শন করেন ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলে অবৈধ টোল আদায় বন্ধের ঘোষণা দেন। এতে করে ব্যবসায়ী ও ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, এতদিন টোলের নামে যে টাকা আদায় করা হয়েছে তার সম্পূর্ণ অবৈধ। একটি টাকাও সরকারি কোষাগারে জমা হয়নি বরং বাজারের সাধারণ ক্রেতা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে। হতদরিদ্র ব্যবসায়ী ও ক্রেতাদের কথা চিন্তা করে এবং বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণে অবৈধ টোল আদায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
বাজার পরিদর্শনের সময় চেয়ারম্যানের সাথে আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আবুল মনসুর, আদিবাসী ফোরামের সভাপতি ডা: মং উষাথোয়াই মারমা, জেলা পরিষদের সদস্য নাসিরুল আলম, বিএনপি নেতা চনুমং মারমা, সাবেক কাউন্সিলর দিলীপ বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।