‘আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়’

আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না জুলাইকে আইনি ভিত্তি দেয়া হয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা হয়।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল
জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

জুলাইকে আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ।

আজ শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলগেট এলাকায় জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য দেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘যারা সরকারের দোসর, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ১৪-দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে, যার নেতৃত্বে থাকবে জামায়াত।’

তিনি বলেন, ‘যারা জুলাইকে আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশে দাঁড়ানোর জায়গা তারা পাবেন না। অতীতের স্বৈরাচারীদের পরিণতি স্মরণ করুন, যারা মানুষ হত্যা ও অবিচার করেছে, তাদের ঠাঁই হয়নি। আজ যারা জনগণকে শোষণ ও অবিচার করতে চান, তাদেরও জায়গা হবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না জুলাইকে আইনি ভিত্তি দেয়া হয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা হয়।’

উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও জেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার।

এ সময় উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম মোস্তফা, মমতাজ আলী সরকার, আব্দুল আজিজ লাবু, হাফেজ জহুরুল ইসলাম, পৌর আমির হাফেজ রবিউল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।