কমছে তাপমাত্রা, নীলফামারীতে কনকনে ঠান্ডায় বেড়েছে দুর্ভোগ

উত্তরের জেলা নীলফামারীতে গত তিন দিন ধরে কনকনে ঠান্ডা বিরাজ করছে। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার দরিদ্র মানুষজন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
কমছে তাপমাত্রা, নীলফামারীতে কনকনে ঠান্ডায় বেড়েছে দুর্ভোগ
কমছে তাপমাত্রা, নীলফামারীতে কনকনে ঠান্ডায় বেড়েছে দুর্ভোগ |নয়া দিগন্ত

উত্তরের জেলা নীলফামারীতে গত তিন দিন ধরে কনকনে ঠান্ডা বিরাজ করছে। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার দরিদ্র মানুষজন।

ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়েছে।

বিশেষ করে ডিমলা উপজেলার তিস্তা নদীর কোল ঘেঁষা গ্রাম ও চরের মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

নীলফামারী পুরাতন রেল স্টেশন এলাকার ফেরিওয়ালা খলিল হোসেন (পেচি) জানান, ‘গত দুদিন ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে কাজে যেতে পারিনি।’

এদিকে শীত নিবারণ করতে গরম কাপড় সংগ্রহে নিম্ন আয়ের মানুষরা পৌরসভা মাঠের পুরানো কাপড়ের বাজারে ভীড় করছেন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, ‘আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টায় নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।