নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দু’টি গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ির গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করতেন। রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দু’টি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ পরে গোয়ালঘরে গিয়ে দেখেন গরু দু’টি জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে প্রায় তার এক লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দু’টি জবাই করে দুর্বত্তরা।
কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘আমার সাথে কারো কোনো শুত্রু নেই। কারা এ জঘন্য কাজ করেছে, কেনো করেছে, কিছুই বুঝে উঠতে পারছি না। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরু দু’টি জবাই করা অবস্থায় পড়ে আছে।
যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



