আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: জালাল উদ্দীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রুপম দাসের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, এরফান উদ্দিন, এমদাদুল হক ভুলু, এমদাদুল হক মাসুদ, মানছুরুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, পৌর বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন, মাহফুজুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, যগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, কৃষক দলের সভাপতি শামছুল হক মিঠু, শ্রমিক দলের সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো: আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সামছুল আলম সবুজ প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ বলেন, ‘বিএনপি থেকে মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন দলীয় কাজে ঢাকায় অবস্থান করছেন। তাই তার পক্ষে আমরা স্থানীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’



