রাজবাড়ীতে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার মামলায় খোরশেদ সরদার ও শাজাহান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।
এরপর মামলাটির তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর থেকেই তারা দুজন এলাকা থেকে পলাতক।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, এটি একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হত্যাকাণ্ড ছিল। কিন্তু পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করে মামলাটির রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।