‎নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা

বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪ নারীকে এ ‘অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়েছে। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তোরীয় পড়িয়ে দেয়া হয়।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা
‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা |নয়া দিগন্ত

‎বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়েছে। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তোরীয় পড়িয়ে দেয়া হয়।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ‎সফল জননী হিসেবে সম্মাননা পেয়েছেন মোসা: রজবা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পান ডা: ইসরাত জাহান। এছাড়া শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল ও অনুকরণীয় নারী হিসাবে সম্মাননা দেয়া হয় সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলাকে এবং নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে সম্মাননা পান হোসনা আক্তার।

‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। ‎এ সময় উপজেলা নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।