বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৪ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়েছে। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তোরীয় পড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সফল জননী হিসেবে সম্মাননা পেয়েছেন মোসা: রজবা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য সম্মাননা পান ডা: ইসরাত জাহান। এছাড়া শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল ও অনুকরণীয় নারী হিসাবে সম্মাননা দেয়া হয় সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলাকে এবং নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে সম্মাননা পান হোসনা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপজেলা নারী ও শিশুবিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



