গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গায় গড়ে তোলা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (১৬ জুন) উপজেলার ঘাঘর বাজার ও এর আশপাশের এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। গত কয়েকদিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়।
এরপর আজ সকালে ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে সরকারি জায়গার ওপর গড়ে ওঠা ২ শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই এলাকার ব্যবসায়ীরা বলেন, যাদের দোকান ভাঙ্গা হয়েছে তারা অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। এই ব্যবসার ওপর তাদের সংসার চলতো।
দোকান ঘরগুলো ভাঙ্গার কারণে কয়েক শ’ মানুষ বেকার হয়ে পড়ল। আমি দাবি করবো- সরকার যেন এই ব্যবসায়ীদের দোকান ঘরের জায়গাগুলো বন্দোবস্ত দেয়। তাহলে এরা ক্ষতি পুষিয়ে কোনোভাবে বাঁচতে পারবে।
এ বিষয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে আজকে এই ঘাঘর বাজার ও তার আশপাশ এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে ।