দিনাজপুরের ৬ টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন।

Location :

Dinajpur
মনোনয়নপত্র ক্রয়ের পর দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা
মনোনয়নপত্র ক্রয়ের পর দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬ টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, শহর জামায়তের আমির মাওলানা মোঃ সিরাজুস সালেহীন, শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল, সদর জামায়াতের আমির মোঃ মেহরাব আলী, সেক্রেটারি নুরুল্লাহ সরকারসহ জেলা উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াতের নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬ টি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন দিনাজপুর-১ মোঃ মতিউর রহমান, দিনাজপুর-২ এ.কে.এম মাওলানা আফজালুল আনাম, দিনাজপুর -৩ অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর-৪ মোঃ আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ মোঃ আনোয়ার হোসেন এবং দিনাজপুর-৬ মোঃ আনোয়ারুল ইসলাম।