বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের সাংসদ সদস্য প্রার্থী জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধে এবার সারাদেশে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। মনে রাখতে হবে, সুযোগ বারবার আসে না। এবার দেশের জনগণ আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের এই আকাঙ্খা পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।’
বুধবার (২৯ অক্টবর) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা ওই ইউনিয়নের সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘দুর্নীতি দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। দুর্নীতি বন্ধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি বন্ধ করা প্রায় অসম্ভব। চলমান নির্বাচনী ব্যবস্থার মাধ্যমেও দেশে দুর্নীতির বিস্তার ঘটে। কারণ, রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক ত্যাগ, সততা ও যোগ্যতার চাইতে অর্থনৈতিক শক্তিকেই বেশি মূল্যায়ন করে বেশি। এর ফলে দুর্নীতিবাজরা সবস্তরে প্রভাব বিস্তার করতে পারে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও ক্ষমতার ভারসম্যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতিগত সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান, নাজিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হক, দেউলবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি মো: এনামুল হক, শ্রীরামকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মশিউর রহমান, শাখারীকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।



