রামগড়ে সালিশ-সংঘর্ষে নিহত সাক্ষী, একজন গ্রেফতার

আজ শনিবার মধ্যরাতে তৈছালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি নুরুল আলম খোকনকে গ্রেফতার করা হয়।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
মো: আবুল কালাম (৫০)
মো: আবুল কালাম (৫০)

খাগড়াছড়ির রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সালিশকালে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার মধ্যরাতে তৈছালাপাড়া এলাকা থেকে আসামি নুরুল আলম খোকনকে গ্রেফতার করা হয়।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নিহতের স্ত্রী রেখা বেগম ১০ জনের নাম উল্লেখ করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তৈছালা গ্রামে প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে সাদ্দামের গরু ঢুকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশ চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে আবুল কালামসহ নয়জন আহত হন। গুরুতর আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চারজনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে আবুল কালাম মারা যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।