আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, ‘শেখ হাসিনা গত ১৬ বছরে অনেক বড় বড় শক্তি দেখিয়েছেন, কিন্তু কোনো শক্তি কাজে লাগেনি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ক্ষমতার দাপটে তিনি অনেক অন্যায় করেছেন; আজকের তার ফাঁসির আদেশ হয়েছে। আল্লাহ উত্তম বিচারক।’
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড লোদেরহাট বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলার জামায়াতে ইসলামির রাজনৈতিক সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল, ভাণ্ডারিয়া পৌরসভার আমির মাওলানা আবুল বাশার প্রমুখ।
এ সময় ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও হাজারো এলাকাবাসী উপস্থিত ছিলেন।



