শিবগঞ্জে সহকারী রাজস্ব কর্মকর্তার মদদে নকল সিগারেটের কারখানা, সেনাবাহিনীর অভিযান

কারখানাটি থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আধুনিক যন্ত্রপাতি, ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার নকল প্যাকেট এবং প্রায় ১০ মণ তামাক জব্দ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

Location :

Shibchar
নকল সিগারেট কারখানা
নকল সিগারেট কারখানা |নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় একটি বেনামি সিগারেট কারখানায় রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, তামাক ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় কারখানাটি সিলগালা করার পাশাপাশি পাঁচজনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত শাহিনুর রহমানের ওই কারখানায় এ তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদ। এসময় কারখানাটি থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আধুনিক যন্ত্রপাতি, ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার নকল প্যাকেট এবং প্রায় ১০ মণ তামাক জব্দ করা হয়েছে।

অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার সেনের সরাসরি উপস্থিতিতে কারখানাটিতে দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরির মহোৎসব চলছিল। কাঠের গুঁড়া মিশ্রিত নিম্নমানের তামাক দিয়ে তৈরি এসব সিগারেট ১৩ থেকে ১৪টি ব্র্যান্ডের মোড়কে বাজারে ছাড়া হতো। খোদ সরকারি কর্মকর্তার উপস্থিতি ও সই করা কাগজ থাকায় কর্মরত শ্রমিকেরা কখনোই বুঝতে পারেননি যে এখানে অবৈধ কাজ চলছে।

অভিযান শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটক দুই নারীসহ পাঁচ শ্রমিককে দুই লাখ টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন। আগামী বৃহস্পতিবার জব্দকৃত মালামাল ধ্বংস ও বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে। তবে অভিযানের সময় কারখানার মালিক শাহিনুর রহমান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে নকল ব্যান্ডরোল ব্যবহার করে চক্রটি সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছিল, অন্যদিকে কাঠের গুঁড়া মিশ্রিত বিষাক্ত তামাক ব্যবহার করায় তা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। একজন সরকারি কর্মকর্তার আশ্রয়ে এমন জালিয়াতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।