বাগেরহাট জেলার সকল ইউনিয়নে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা শহরের দরগা মাজার সংলগ্ন একটি চায়ের দোকানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
সিলভার লাইন গ্রুপের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক এম এ এইচ সালিমের জ্যেষ্ঠ পুত্র এবং প্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল, ক্রীড়া সংগঠক মিনা মারফুজ্জামান রণি, সাবেক যুব নেতা নাজমুল হুদা, রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এসএম রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ কর্মসূচির আওতায় জেলার কলেজ, চায়ের দোকান (টং), বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে পর্যায়ক্রমে মোট ৯০টি ইন্টারনেট এক্সেস পয়েন্ট স্থাপন করা হচ্ছে। এসব পয়েন্ট শহর ও গ্রামের মানুষের জন্য একটি নতুন ডিজিটাল কমিউনিটি হাব হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘বিশ্ব আজ ইন্টারনেট দুনিয়ায় পরিণত হয়েছে। এখন এটি বিলাসিতা নয়; এটি শিক্ষা, সুযোগ এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য মৌলিক প্রয়োজন।’
বাগেরহাটের ৯০টিরও বেশি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, চায়ের দোকান ও বাজারে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যের ইন্টারনেট সেবার ফলে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির তথ্য, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সাথে আরো সহজে যুক্ত হতে পারবে।
সিলভার লাইন গ্রুপ জানিয়েছে, এ উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এর লক্ষ্য বাগেরহাটে ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখা।
প্রতিষ্ঠানটি মনে করে, এটি প্রযুক্তিতে নয় বরং বাগেরহাটের ভবিষ্যতের ওপর একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।



