নড়াইলে অভিযানে মুদি দোকানে মাদক-চোরাই মোবাইল, আটক ২

দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন দোকান মালিক পলাশ কুণ্ডু। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেলেও আটক করা হয়েছে দোকান কর্মচারীদের।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
মাদক ও চোরাই মোবাইলসহ আটক ২ জন
মাদক ও চোরাই মোবাইলসহ আটক ২ জন |নয়া দিগন্ত

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে অবস্থিত মুদি দোকান ‘লক্ষী ভাণ্ডারে’ মাদকদ্রব্য ও চোরাইকৃত মোবাইল ফোনের অবৈধ বেচাকেনার অভিযোগে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করেছে।

আজ বুধবার রাত ৮টা থেকে পরদিন ভোর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নড়াইল সেনা ক্যাম্পের সদস্যরা, যাদের সাথে ছিলেন জেলা পুলিশের একটি দল। অভিযানকালে দোকান থেকে তিনটি হকিস্টিক, পাঁচ বোতল বিদেশী মদ, নয়টি বিয়ার, ১৮টি বিদেশী চাকু, ১৯টি দেশী অস্ত্র এবং ৪০টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন দোকান মালিক পলাশ কুণ্ডু। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে গেলেও আটক করা হয়েছে দোকান কর্মচারী নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের বাসিন্দা পিনাক কুণ্ডু (৩৬), এবং বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)।

অভিযানের উদ্দেশ্য ছিল রূপগঞ্জ বাজারে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা। যৌথবাহিনীর তৎপরতায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এই অভিযান স্থানীয় প্রশাসনের মাদক ও অপরাধ দমনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।