রুহিয়ায় টাঙ্গন নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

বিকেলে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রাম সংলগ্ন টাঙ্গন বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

Location :

Thakurgaon
উদ্ধারকৃত লাশ
উদ্ধারকৃত লাশ |নয়া দিগন্ত

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন টাঙ্গন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রাম সংলগ্ন টাঙ্গন বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে টাঙ্গন নদীতে নামতে দেখেন। এর কিছুক্ষণ পরই তিনি পানিতে তলিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার পরনে ছিল একটি সাদা রঙের শার্ট। পুলিশের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অসাবধানতাবশত নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জোবাইদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে পুলিশের ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।

ওসি আরো জানান, আজ বুধবার ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে নিহতের হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করবেন। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

Topics