চুয়াডাঙ্গার বোয়ালমারীতে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে এলমা খাতুন চাঁদনী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদনী আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ দাদীকে দেখতে আলমডাঙ্গা থেকে ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিল চাঁদনী ও তার পরিবার। পথে বোয়ালমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ার ইব্রাহিমের স্ত্রী জ্যোতি খাতুন (২৫)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন বলেন, ‘আমরা আলমডাঙ্গা থেকে দাদীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলাম। বোয়ালমারীতে হঠাৎ একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে চাঁদনী ছিটকে পড়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ‘বোয়ালমারী সড়কে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



