লক্ষ্মীপুরে এবারের এইচএসসি পরীক্ষায় আবারো সর্বোচ্চ পাসের হারের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছে, যা শতকরা ৯৮.৬ শতাংশ। প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডেও গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে।
অন্যদিকে, জেলায় পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৬.৪১ শতাংশ।
ফলাফল প্রকাশের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর থেকে কাজী ফারুকী কলেজ চত্বরে আনন্দ-উল্লাস দেখা যায়। শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কলেজের পক্ষ থেকে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কাজী ফারুকী কলেজ কর্তৃপক্ষ জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০৪ জন উত্তীর্ণ হয়েছেন। ৫৩ জন পেয়েছেন জিপিএ-৫ এবং ২৪০ জন পেয়েছেন এ গ্রেড।
কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বলেন, প্রতি বছরের মতো এবারও পাসের হারে আমাদের কলেজ জেলার মধ্যে প্রথম হয়েছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী।



