নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা উপজেলা সদরের উচালিয়াপাড়া মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা উপজেলা সদরের উচালিয়াপাড়া মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।

নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ, ফ্যাসিবাদের আমলে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল দাবিতে এ বিক্ষোভ করা হয়।

এ সময় মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ উপজেলা হেফাজতে ইসলামের অন্য নেতাকর্মী ও সাধারণ তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।