সেপ্টেম্বরে সিলেটের সড়কে প্রাণ গেল ৩৫ জনের

সেপ্টেম্বরে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে নিসচা; এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রাণহানি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর লোগো
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর লোগো |সংগৃহীত

সিলেট সড়কে চলতি বছরের সেপ্টেম্বর মাসে দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে। এটি চলতি বছরের এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি।

রোববার (৫ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জন নিহত হয়েছিল।

প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের সড়কে ৩২টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন। ১১ জন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার চালক ও আরোহী, ১০ জন চালক ও ছয়জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তিনটি দুর্ঘটনায় দু’জন, মুখোমুখি সংঘর্ষে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কায় দু’টি দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

সেপ্টেম্বর মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও দু’জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু নয়া দিগন্তকে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

এর আগে আগস্ট মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিলেন।