সিরাজগঞ্জে তাড়াশে পানিতে ডুবে সুরাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ( ৬ এপ্রিল) উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান তালুকদার। নিহত শিশু সুমাইয়া দোবিলা গ্রামের হযরত আলীর ছোট মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রোবাবর সকালে শিশু সুমাইয়া খাতুন বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। অনেক খুঁজেও শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দোবিলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।