শিবচরে সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচর থানায় সংবাদ সম্মেলন করেন মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিশেষ অভিযানে লুণ্ঠিত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর থানায় সংবাদ সম্মেলন করেন মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার শিরুয়াইল বাজার থেকে নয়া বাজারগামী একটি লাল রঙের ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের সময় শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ এলাকায় পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ইজিবাইকটি থামিয়ে দেয়। এ সময় তারা ইজিবাইকচালক মো: সাব্বির ফরাজী ও এক যাত্রীকে মারধর করে হাত-পা বেঁধে পাশের একটি ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সাব্বির ফরাজীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদেরের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে শিবচর থানা পুলিশ ঢাকা, ফরিদপুর ও শিবচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শিবচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।